হাসিনা সরকারের পতনে সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশের ২য় বিজয় দিবস উদযাপন করেছে প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপি।
এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান(শুক্রবার ৯ আগস্ট ) রিয়াদের জনপ্রিয় সানসিটি মেডিকেল সেন্টারে অনুষ্ঠিত প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির আয়োজনে বিশাল আনন্দ উৎসবে সভাপতিত্বে করেন বিশিষ্ট ব্যাবসায়ী মিনহাজুল ইসলাম,সাধারণ সম্পাদক মোল্লা হাবীবুর রহমানের পরিচালনায় উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির প্রধান পৃষ্ঠপোষক,সৌদি আরবে বাংলাদেশী ইনভেস্টার আবদুল্লাহ আল মামুন,প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রবাসী লক্ষী পুর জেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমেদ চান।
বিশেষ অতিথি ছিলেন আল খারীজ প্রদেশ বিএনপির সভাপতি আসলাম আহমেদ মোরশেদ,যুব দল সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম,রিয়াদ মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক তালুকদার হারুনুর রশীদ,সোহরাব হোসেন লিটন, আবদুল আজিজ জাহাঙ্গীর,কাজী আইয়ুব আলী,আলমগীর কবির সহ প্রবাসী লক্ষীপুী জেলা বিএনপি ও সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভিবিন্ন স্তরের সিনিয়র নেতৃবৃন্দ।
উৎসব অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন দেশ নেএী বেগম খালেদা জিয়ার মুক্তিতে শুকরিয়া আদায় করে তার সুস্থতার জন্য দোয়া করা হয়। এছাড়াও ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনায় আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বিপুল সংখ্যক প্রবাসী বিএনপির নেতাকর্মী বিশাল এ উৎসব আয়োজনে অংশগ্রহণ করেন।