নারায়ণগঞ্জ সংবাদ ডটকম : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ডিজিটাল বার ভবন পরিদর্শন করেছেন আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) শেখ গোলাম মাহবুব।
বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে বার ভবন পরিদর্শনকালে তাকে স্বাগত জানান জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা।
এ সময় উপসচিব বারে কর্মরত আইনজীবীদের সাথে কুশল বিনিময় করেন। এবং বার ভবনের আশানুরূপ উন্নয়ন দেখে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোহসীন মিয়া, সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুর রহমান প্রমুখ।