আদালতপাড়া প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সদর মডেল থানায় একটি অস্ত্র মামলায় মিশনপাড়া এলাকার নাজমুল হোসেন (৩০) কে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।
আদালত পুলিশের পরিদর্শক জানান, একই মামলার অন্য একটি ধারায় নাজমুলকে আরও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় সাজা একই সময়ে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন। আল-আমিন (২৯) নামে আরেক আসামি খালাস পেয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৩ নভেম্বর র্যাব-২ এর অভিযানে তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার হন দুজন। পরদিন তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করে র্যাব।