সৌদি আরবের রিয়াদের বাথা সানসিটি মেডিকেল হলরুমে উপন্যাসিক ও প্রবাসী জনপ্রিয় কবি মো.শাহীনূরের দশম ও ইসলামি ডিজিটাল বুক”শুনি কিন্ত বুঝি না” বইয়ের মোড়ক উম্মোচন হয়েছে। -প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ি, সাংবাদিক, লেখক শিক্ষাবিদ ও গুনি জনদের যৌথ অংশগ্রহণে রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ি তাজুল ইসলাম গাজীর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাংবাদিক সোহরাব হোসেন লিটন।
প্রধান অতিথি ছিলেন রিয়াদের বাংলা স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন।
প্রধান আলোচক ছিলেন সানসিটি মেডিকেলের ডিরেক্টর ও ডি এম সি গ্রুপের ডি এম ডি সাখাওয়াত হোসেন আরমান,
বিশিষ্ট ব্যবসায়ি সাংবাদিক জাহাঙ্গীর আলম,
সানসিটি মেডিকেলের মার্কেটিং অফিসার সাংবাদিক সাদেক আহমেদ প্রবাসী বিশিষ্ট জনরা।অংশগ্রহণ কারী অতিথিদের ফুল ও সন্মান না পদকে ভুষিত করা হয়।বিপুল সংখ্যা প্রবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।