নারায়ণগঞ্জ ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরবে “ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সোসাইটি”র বনভোজন ও নাশিদ সন্ধ্যা সৌদি প্রবাসী দালাল ইব্রাহিমের বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল দেশ রূপান্তরের নতুন সম্পাদক কামাল উদ্দিন সবুজ রিয়াদে এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে জমকালো আয়োজনে ৫৪তম বিজয় দিবস উদযাপন যুবকদের আগামীতে এইদেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে – মাজেদুল ইসলাম সৌদিতে প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন ও আলোচনা সভা সিদ্ধিরগঞ্জে সানারপাড় সরকারি প্রাথমিক স্কুলের ৫৫ বছর পুর্তি উপলক্ষে প্রস্তুতি সভা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেস ক্লাবের শুভ উদ্বোধন

নোয়াখালীতে চাঞ্চল্যকর নারী নির্যাতন নারায়ণগঞ্জ থেকে অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
  • ২৫৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার (২৬) কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রবিবার (৪ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাংরোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা হয় ১ টি পিস্তল,১ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৫ টায় ঢাকার কামরাঙ্গীচর থানার কামরাঙ্গীচর ফাঁড়ির গলি এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোঃ নুর হোসেন ওরফে বাদল (২০) কে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র‌্যাব-১১ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব অধিনায়ক লে: কর্ণেল খন্দকার সাইফুল আলম পিবিজিএম।
সংবাদ সম্মেলনে র‌্যাব অধিনায়ক জানান, গত ২ সেপ্টেম্বর রাতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার একলাসপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে স্থানীয় কতিপয় সন্ত্রাসী কর্তৃক মধ্যযুগীয় কায়দায় এক নারীকে বর্বরভাবে নির্যাতন করা হয়। তারা নির্যাতনের ভিডিও ধারণ করে। পরে গত ৪ অক্টোবর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। নির্যাতনের ঘটনার ৩৩ দিন পর ৯ জনকে আসামি করে রবিবার রাত ১ টার দিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন নির্যাতিতা ওই গৃহবধূ(৩৩)। পাশাপাশি ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগেও মামলা হয়। উক্ত ঘটনায় র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর বিশেষ আভিযানিক দল দুইজনকে গ্রেপ্তার করে।
আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দেলোয়ার বাহিনীর কয়েকজন সদস্য ভুক্তভোগী গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে বিবস্ত্র করে বিভিন্নভাবে মধ্যযুগীয় কায়দায় শারিরীকভাবে নির্যাতন করে ঘটনার ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে টাকা দাবী করে। পরে ৪ অক্টোবর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়।
তিনি আরো জানান, দেলোয়ার বাহিনী এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং নানান সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। দেলোয়ার এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের ভয়ে এলাকার লোকজন ভীত সন্ত্রস্ত। দেলোয়ারের বিরুদ্ধে ইতোপূর্বে দুটি হত্যা মামলা হয়েছে।
চাঞ্চল্যকর এই ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওটি সামাজিক মাধ্যম থেকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট। এই ঘটনায় জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার করতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সৌদি আরবে “ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সোসাইটি”র বনভোজন ও নাশিদ সন্ধ্যা

নোয়াখালীতে চাঞ্চল্যকর নারী নির্যাতন নারায়ণগঞ্জ থেকে অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার (২৬) কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রবিবার (৪ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাংরোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা হয় ১ টি পিস্তল,১ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৫ টায় ঢাকার কামরাঙ্গীচর থানার কামরাঙ্গীচর ফাঁড়ির গলি এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোঃ নুর হোসেন ওরফে বাদল (২০) কে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র‌্যাব-১১ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব অধিনায়ক লে: কর্ণেল খন্দকার সাইফুল আলম পিবিজিএম।
সংবাদ সম্মেলনে র‌্যাব অধিনায়ক জানান, গত ২ সেপ্টেম্বর রাতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার একলাসপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে স্থানীয় কতিপয় সন্ত্রাসী কর্তৃক মধ্যযুগীয় কায়দায় এক নারীকে বর্বরভাবে নির্যাতন করা হয়। তারা নির্যাতনের ভিডিও ধারণ করে। পরে গত ৪ অক্টোবর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। নির্যাতনের ঘটনার ৩৩ দিন পর ৯ জনকে আসামি করে রবিবার রাত ১ টার দিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন নির্যাতিতা ওই গৃহবধূ(৩৩)। পাশাপাশি ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগেও মামলা হয়। উক্ত ঘটনায় র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর বিশেষ আভিযানিক দল দুইজনকে গ্রেপ্তার করে।
আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দেলোয়ার বাহিনীর কয়েকজন সদস্য ভুক্তভোগী গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে বিবস্ত্র করে বিভিন্নভাবে মধ্যযুগীয় কায়দায় শারিরীকভাবে নির্যাতন করে ঘটনার ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে টাকা দাবী করে। পরে ৪ অক্টোবর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়।
তিনি আরো জানান, দেলোয়ার বাহিনী এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং নানান সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। দেলোয়ার এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের ভয়ে এলাকার লোকজন ভীত সন্ত্রস্ত। দেলোয়ারের বিরুদ্ধে ইতোপূর্বে দুটি হত্যা মামলা হয়েছে।
চাঞ্চল্যকর এই ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওটি সামাজিক মাধ্যম থেকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট। এই ঘটনায় জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার করতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।