নারায়ণগঞ্জ ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে ৩ নং ওয়ার্ড যুবদলের দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের মিছিলে রিফাতের চমক সিদ্ধিরগঞ্জে সৃষ্টি যুব সংসদের উদ্যোগে ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস চাঁদাবাজির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ আজাদের নির্দেশে কালাপাহাড়িয়ায় বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন সোনারগাঁয়ে ৫১ তম বাংলাদেশ জাতীয় শিক্ষা ক্রীড়া পুরষ্কার বিতরণ সিদ্ধিরগঞ্জে দাবিকৃত চাঁদা না পেয়ে বর্জ্য ব্যবস্থাপনার সমন্বয়কে মারধর সোনারগাঁওয়ে গণিত অলিম্পিয়াড সিজন-১ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জমকালো আয়োজনে সৌদি আরবের ৯৪তম জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন প্রি-পেইড মিটার বাতিল চেয়ে ৭ দিনের আল্টিমেটাম সিদ্ধিরগঞ্জের বিক্ষুব্দ গ্রাহকদের

র‌্যাব পরিচয়ে ৫২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৪

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

নূরুল হুদা মেহেদী ঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে র‌্যাব পরিচয়ে ৫২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে অপরাধ কর্মকান্ডে ব্যবহৃত একটি সিলভার রংয়ের প্রাইভেটকার, নগদ চার লাখ ৪৯ হাজার টাকা, তিনটি কালো রংয়ের র‌্যাবের কটি, একটি সেনাবাহিনীর পোশাকের রংয়ের কাঁধের ব্যাগ, একটি লেজার লাইট, একটি কালো রংয়ের খেলনা রিভলবার, এক জোড়া হ্যান্ডকাফ ও দুটি কালো রংয়ের মাথার ক্যাপ উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের অতিঃ পুলিশ সুপার চাইলাউ মারমা।
গ্রেফতারকৃতরা হলো শামীম আহম্মেদ সবুজ (৩৪), ইকবাল হোসেন ওরফে ইসলাম (৪৫), হাফিজুর রহমান সুমন ও আব্দুর রহমান মেহেদী (৩০)। এর আগে বুধবার তথ্য প্রযুক্তির মাধ্যমে সিনিয়র সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমাস ও আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শকের (তদন্ত) নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ডিএমপি ঢাকার বিভিন্ন স্থান হতে অভিযান পরিচালনা করে ওই আসামিদের গ্রেফতার করা হয়।
ভুয়া আইন-শৃঙ্খলা পরিচয়ে দস্যুতা ও ছিনতাই সংক্রান্তে গ্রেফতারকৃত আসামি ইকবালের আটটি, মেহেদীর চারটি, শামীমের চারটি ও হাফিজের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।
তিনি জানান, গত ২৩ মে রাত ৮টার দিকে আব্দুল বাতেন নামে এক ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বায়ান্ন লাখ টাকা ও বিভিন্ন ধরনের ব্যাংকের একাধিক চেক নিয়ে তার মেয়ের জামাই রানা আহমেদসহ নিজ প্রাইভেটকারে করে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। পৌনে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক টু দুপতারা পাকা রাস্তার পাল্লা কবরস্থান সংলগ্ন রাস্তায় পৌঁছালে র‌্যাবের ব্যবহৃত পোশাক ও কটি পরিহিত অজ্ঞাতনামা তিন-চারজন ব্যক্তি তাদের প্রাইভেটকারটি সঙ্কেত দিয়ে পথরোধ করেন। র‌্যাবের ব্যবহৃত পোশাক ও কটি ছাড়াও ওই ব্যাক্তিদের হাতে অস্ত্র, লাঠি, হ্যান্ডকাফ ও সিগনাল লাইট ছিল। একপর্যায়ে তারা বিভিন্ন ভয়ভীতি ও মৃত্যুর হুমকি দিয়ে ব্যবসায়ী বাতেনের মেয়ের জামাই ও ড্রাইভার সুমনকে প্রাইভেটকার হতে নিচে নামিয়ে মুখে স্কচটেপ পেটিয়ে দেয়। এরপর বাতেনের কাছে থাকা ৫২ লাখ টাকা, বিভিন্ন ধরনের ব্যাংকের একাধিক চেক ও চারটি মোবাইলফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়।পরে দুবৃর্ত্তরা ওই ব্যবসায়ীর প্রাইভেটকারসহ লুণ্ঠিত মালামাল নিয়ে পালানোর সময় মেয়ে জামাই রানা আহমেদ ৯৯৯-এ কল দেয়। ৯৯৯-এর কল পেয়ে আড়াইহাজার থানা পুলিশ তাৎক্ষণিক ওই প্রাইভেটকারটির পিছু নিলে দুবৃর্ত্তরা প্রাইভেটকার রেখে লুষ্ঠিত মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল বাতেন আড়াইহাজার থানায় একটি মামলা করেন। মামলার সূত্র ধরেই তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া এ মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে ৩ নং ওয়ার্ড যুবদলের দোয়া মাহফিল

র‌্যাব পরিচয়ে ৫২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৪

আপডেট সময় : ০৮:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

নূরুল হুদা মেহেদী ঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে র‌্যাব পরিচয়ে ৫২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে অপরাধ কর্মকান্ডে ব্যবহৃত একটি সিলভার রংয়ের প্রাইভেটকার, নগদ চার লাখ ৪৯ হাজার টাকা, তিনটি কালো রংয়ের র‌্যাবের কটি, একটি সেনাবাহিনীর পোশাকের রংয়ের কাঁধের ব্যাগ, একটি লেজার লাইট, একটি কালো রংয়ের খেলনা রিভলবার, এক জোড়া হ্যান্ডকাফ ও দুটি কালো রংয়ের মাথার ক্যাপ উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের অতিঃ পুলিশ সুপার চাইলাউ মারমা।
গ্রেফতারকৃতরা হলো শামীম আহম্মেদ সবুজ (৩৪), ইকবাল হোসেন ওরফে ইসলাম (৪৫), হাফিজুর রহমান সুমন ও আব্দুর রহমান মেহেদী (৩০)। এর আগে বুধবার তথ্য প্রযুক্তির মাধ্যমে সিনিয়র সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমাস ও আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শকের (তদন্ত) নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ডিএমপি ঢাকার বিভিন্ন স্থান হতে অভিযান পরিচালনা করে ওই আসামিদের গ্রেফতার করা হয়।
ভুয়া আইন-শৃঙ্খলা পরিচয়ে দস্যুতা ও ছিনতাই সংক্রান্তে গ্রেফতারকৃত আসামি ইকবালের আটটি, মেহেদীর চারটি, শামীমের চারটি ও হাফিজের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।
তিনি জানান, গত ২৩ মে রাত ৮টার দিকে আব্দুল বাতেন নামে এক ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বায়ান্ন লাখ টাকা ও বিভিন্ন ধরনের ব্যাংকের একাধিক চেক নিয়ে তার মেয়ের জামাই রানা আহমেদসহ নিজ প্রাইভেটকারে করে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। পৌনে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক টু দুপতারা পাকা রাস্তার পাল্লা কবরস্থান সংলগ্ন রাস্তায় পৌঁছালে র‌্যাবের ব্যবহৃত পোশাক ও কটি পরিহিত অজ্ঞাতনামা তিন-চারজন ব্যক্তি তাদের প্রাইভেটকারটি সঙ্কেত দিয়ে পথরোধ করেন। র‌্যাবের ব্যবহৃত পোশাক ও কটি ছাড়াও ওই ব্যাক্তিদের হাতে অস্ত্র, লাঠি, হ্যান্ডকাফ ও সিগনাল লাইট ছিল। একপর্যায়ে তারা বিভিন্ন ভয়ভীতি ও মৃত্যুর হুমকি দিয়ে ব্যবসায়ী বাতেনের মেয়ের জামাই ও ড্রাইভার সুমনকে প্রাইভেটকার হতে নিচে নামিয়ে মুখে স্কচটেপ পেটিয়ে দেয়। এরপর বাতেনের কাছে থাকা ৫২ লাখ টাকা, বিভিন্ন ধরনের ব্যাংকের একাধিক চেক ও চারটি মোবাইলফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়।পরে দুবৃর্ত্তরা ওই ব্যবসায়ীর প্রাইভেটকারসহ লুণ্ঠিত মালামাল নিয়ে পালানোর সময় মেয়ে জামাই রানা আহমেদ ৯৯৯-এ কল দেয়। ৯৯৯-এর কল পেয়ে আড়াইহাজার থানা পুলিশ তাৎক্ষণিক ওই প্রাইভেটকারটির পিছু নিলে দুবৃর্ত্তরা প্রাইভেটকার রেখে লুষ্ঠিত মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল বাতেন আড়াইহাজার থানায় একটি মামলা করেন। মামলার সূত্র ধরেই তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া এ মামলার তদন্ত অব্যাহত রয়েছে।