নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জে এক কিশোরীকে গণধর্ষণ মামলার চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন। এসময় চঞ্চল নামে এক আসামি আদালতে হাজির ছিল। অন্যরা ছিল অনুপস্থিত।
সাজা প্রাপ্তরা হলো-জেলা সদরের শহীদনগর এলাকার শান্তি মিয়ার ছেলে শহিদুল ইসলাম,নাছির মিয়ার ছেলে শাকিল হোসেন, গিয়াস উদ্দিনের ছেলে চঞ্চল ও ফতুল্লার মুসলিমনগর এলাকার নিজাম উদ্দিনের ছেলে আরিফ। অভিযোগ প্রমাণিক না হওয়ায় পলাশকে খালাস দিয়েছেন আদালত। কোর্ট পুলিশের পরিদর্শক আবদুল হাই রায়ের তথ্য নিশ্চিত করেছেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি রাকিব উদ্দিন জানান, ২০১০ সালের ১৫ মার্চ রাত ১০ টায় শহরের তামাকপট্টি এলাকার একটি প্রিন্ট কারখানায় কাজ শেষে বাড়ি ফেরার পথে কিশোরীকে আসামিরা ধরে নিয়ে শহীদনগর এলাকার আনোয়ারের বাড়ির রান্না ঘরে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার মা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। মামলায় নয়জনের স্বাক্ষ্যগ্রহণ করে আদালত।