সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: বিজিবি থেকে পালিয়ে গিয়ে ভূয়া র্যাব গঠন করে বিভিন্ন লোকজনের বিরুদ্ধে নানা অভিযোত তুলে নোটিশ পাটিয়ে ব্ল্যাকমেইলিং করে অর্থ আদায়কারী চক্রের দলনেতা মো: জয়নাল আবেদীনসহ ৩ জনকে আটক করেছে র্যাব-১১। গত শনিবার দিবাগত রাতে রূপগঞ্জের রূপসী এলাকা থেকে এই ভূয়া র্যাব চক্রকে আটক করা হয়।
ধৃতরা হলো-কুড়িগ্রাম জেলার উকিলপুর থানার মাসতিবাড়ী দীঘর এলাকার আবদুল মান্নানের ছেলে মো: জয়নাল আবেদীন(২৭), গাজীপুর জেলা সদর থানার জান্দালিয়া পাড়া এলাকার মৃত মুসলেম উদ্দিনের ছেলে মো: নাজমুল হোসেন(২৭) ও কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার চরজাকারিয়া গ্রামের মো: রফিকুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান(২৯)। তারা সকলেই গাজীপুর জেলার জয়দেবপুর এলাকার বাসিন্দা।
সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ এর সদর দপ্তরে গতকাল রোববার দুপুর ১ টায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে র্যাবের অধিনায়ক লে: কর্ণেল শামসের উদ্দিন জানান, ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে র্যাবের ইউনিফরম পরিহিত এডিটিং করা ছবি, র্যাবের মনোগ্রাম সম্বলিত জ্যাকেট, র্যাব সদর দপ্তরের সিল ও বিভিন্ন অফিসারদের ভূয়া স্বাক্ষর সম্বলিত ৭ টি নোটিশ, র্যাব সদর দপ্তরের গোয়েন্দা অফিসার, ডিউটি অফিসার,তদন্তকারী অফিসার নামীয় সিল, বিজিবি এর আইডি কার্ড ও ইউনিফরম, ১ টি ল্যাপটপ, ১ টি প্রিন্টার, মোবাইল সেট ও ১৪ টি সিম কার্ড।
সংবাদ সম্মেলনে র্যাব অধিনায়ক আরো জানান, র্যাব পরিচয়ে একজন মহিলার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নোটিশ দিয়ে অর্থ আদায় করার সময় এই প্রতারকদেরকে হাতে নাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে দীর্ঘ দিন ধরে তারা র্যাব পরিচয় দিয়ে বিভিন্ন লোকদের টার্গেট করে নিজেদের তৈরিকৃত নোটিশ পাটিয়ে প্রদত্ত মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলে। ভোক্তভূগীরা যোগাযোগ করার পর গ্রেফতার করার ভয় দেখিয়ে উৎকোচ দাবি করে অভিযোগ থেকে অব্যাহতি প্রদানের আশ্বাস দেয়। র্যাব মনে করে তাদের দাবিকৃত অর্থ দিয়ে দিত ভোক্তভূগীরা। লোকজনের বিশ্বাস অর্জন করার জন্য তারা স্থানীয় চেয়ারম্যান ও ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে নোটিশ পাঠাত। তবে জনপ্রতিনিধিরা এ চক্রের সাথে জড়িত নয়। তারা তাদের প্রতারনা বুঝতে পারেনি বলে তিনি জানান।
তিনি আরো জানান, জয়নাল আবেদীন ইতোপূর্বে বিজিবিতে চাকরি করত। গত ২০১৭ সালে সে বিজিবি থেকে পালিয়ে যায়। পরে তার নেতৃত্বে ভূয়া র্যাব চক্র গঠন করে শুরু করে প্রতারনা। গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তারা র্যাব পরিচয় দিয়ে বিভিন্ন সমস্যা সমাধান, মিথ্যা মামলার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। বিজিবিতে চাকরি দেয়ার কথা বলেও জয়নাল বহু লোকজনের কাছ থেকে টাকা নিয়েছে।
আটককৃত ৩ জনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি ও এই চক্রের সাথে জড়িত অন্যদের আটক করার চেষ্টা চলছে বলে র্যাব জানায়।