সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় রহিম মার্কেট এলাকার হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মো: তানভীর আহমেদ সরকার (৩৫) নামে এক ভূয়া ডাক্তারকে গ্রেফতার করে ২ বছর ও ম্যানেজার আবুল বাশারকে (৩৮) ১ বছরের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রিএজেন্ট। আদালত হাসপাতালটি সিলগালা করে দিয়েছে।
সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ বাহিনীর সহায়তায় র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের আদালত বুধবার রাত ৯ টায় এ অভিযান চালায়। অভিযানে র্যাব-১১ এর সি.পি.এস.সি মেজর তালুকদার নাজমুস সাকিব ও অতিরিক্ত এ.এস.পি জসীম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক একই এলাকার জাহাঙ্গীর এবং চেয়ারম্যান আমেনা বেগম। দন্ডপ্রাপ্ত ভূয়া ডাক্তার তারভীর আহমেদ সরকার কুমিল্লা জেলার দেবীদ্বার থানার শিবনগর ওয়াহেদপুর এলাকার আবদুল মতিনের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রট সারওয়ার আলম জানান, সাজাপ্রাপ্ত মো: তানভীর আহমেদ সরকার নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগী এবং সনোলজিস্ট পরিচয় দিয়ে রিপোর্ট দেখতেন। অথচ তার প্যারামেডিক সার্টিফিকেট ব্যতিত অন্য কোন সার্টিফিকেট নেই। তাই ভূয়া ডাক্তার মো: তানভীর আহমেদ সরকারকে ২ বছর আর চিকিৎসার নামে প্রতারনায় সহায়তা করায় ম্যানেজার আবুল বাশারকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়।