সোনারগাঁ প্রতিনিধি ঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজা এলাকায় শনিবার অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। অভিযানে ৩৪ ফিটনেসবিহীন বাস ও ট্রাক আটক করে পুলিশ।
এসব গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে মামলা করা হয়। কাচপুর হাইওয়ে থানার ওসি (তদন্ত) আলী রেজা জানান, সকাল ৮টা থেকে হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুর রহমানের নেতৃত্বে ফিটনেসবিহীন, রোড পারমিটবিহীন গাড়ি ও ভুয়া লাইসেন্সধারী চালকদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। পাশাপাশি যত্রতত্র রাস্তা পারাপার না েেজব্রক্রিসিং, ফুটওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করতে পথচারীদের সচেতন করা হয়। সেখানে ছিলেন হাইওয়ে রেঞ্জের পুলিশ সুপার শফিকুল ইসলাম, এডিশনাল এসপি আক্তারুজ্জামান, কাচপুর হাইওয়ে পুলিশের টিআই জাহাঙ্গীর আলম প্রমুখ।
অভিযানের খবর পেয়ে অনেক পরিবহন মালিক ও শ্রমিক ওই এলাকা দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখে। এ কারণে বিকালে যানবাহন সংকট দেখা দেয়। বদলে যায় প্রতিদিনের তীব্র যানজটের চিত্র।
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে হাইওয়ে পুলিশ অভিযানে ফিটনেসবিহীন বাস ও ট্রকি আটক
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৫৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯
- ১৯২ বার পড়া হয়েছে
ট্যাগস :