স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে ৯ দফা দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে তাদের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সংসদ সদস্য একে এম শামীম ওসমান। আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম ও মনিটরিং পর্যবেক্ষণে রাজপথে নামেন শামীম ওসমান। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে এক জরুরি পথসভায় শামীম ওসমান তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবী পূরণের আশ্বাস প্রদান করে নানা দিক নির্দেশনা দেন। শামীম ওসমান তাদেরকে আগামী রবিবার পর্যন্ত ট্রাফিক কার্যক্রম বন্ধ রেখে ট্রাফিক পুলিশের উপর দায়িত্ব পালনের সুযোগ প্রদানের আহবান জানান। তিনি বলেন, পুলিশের উপর দুইদিনের জন্য দায়িত্ব ছেড়ে দাও। পুলিশ যদি তোমাদের দাবী মোতাবেক যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে রবিবার থেকে তোমাদের সাথে নিয়ে আমি নিজেই মাঠে নামব। শামীম ওসমানের আহবানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা ত্রুটিযুক্ত গাড়ির আটককৃত চাবিগুলো পুলিশের হাতে তুলে দিয়ে ট্রাফিক কার্যক্রম দুইদিনের জন্য বন্ধ ঘোষণা করে। জেলা ও মহানগর ছাত্রলীগের নের্তৃবৃন্দ এ পথসভায় উপস্থিত ছিলেন।
পথসভা শেষে শামীম ওসমান গণমাধ্যমকে জানান, গত পাঁচদিন ধরে শিক্ষার্থীরা যে আন্দোল করে আসছে তা ন্যায়সঙ্গত। নারায়ণগঞ্জের ব্যাপারে শিক্ষার্থীরা যেসব সমস্যা চিহ্নিত করেছে, আগামী রবিবার তার তালিকা তিনি দেখবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি সেটা পৌঁছাবেন। তিনি বলেন, পুলিশ যদি তাদের দাবী মোতাবেক দায়িত্ব পালনে ব্যর্থ হয়,তাহলে দেশের অন্য কোথাও আন্দোলন না হলেও নারায়ণগঞ্জের মানুষের স্বার্থে আমি ছাত্রদের নিয়ে সমস্যা সমাধানে মাঠে নামব। ট্রাফিক ব্যবস্থাপনাকে ঠিক করাসহ সব ধরনের অবৈধ কাজ বন্ধে আমি আপ্রাণ চেষ্টা করব। নারায়ণগঞ্জের শিক্ষিত ছাত্রসমাজের এই ভূমিকার প্রশংসাও করেন শামীম ওসমান। পথসভা শেষে শামীম ওসমান শিক্ষার্থীদের নিয়ে চাষাঢ়ার বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষণ করেন।
সংবাদ শিরোনাম ::
ট্রাফিক ব্যাবস্থাপনা ঠিক না হলে শিক্ষার্থীদের নিয়ে রাস্তায় নামার ঘোষনা দিলেন শামীম ওসমান
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অগাস্ট ২০১৮
- ২৬৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ