জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার বলেন বিএনপি শান্তিপ্রিয় দল , শান্তিপ্রিয় আন্দোলনকে দুর্বলতা ভাববেন না আমরা শান্তিপূর্ণভাবে নেত্রীর মুক্তির অপেক্ষা করেছি। আশা করি এ সরকার অবিলম্ববে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিবে।
আমরা কেন্দ্র থেকে এক দফা কর্মসূচি ঘোষণার অপেক্ষায় আছি। সেই এক দফা কর্মসূচির জন্য নারায়ণগঞ্জ জেলা বিএনপি প্রস্তুত। শান্তিপূর্ণভাবে নেত্রীকে মুক্তি না দিলে এই নারায়ণগঞ্জ থেকেই সরকার পতনের ঘন্টা বাজিয়ে দেবো। কিছুদিনের মধ্যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হলে কারাগারের তালা ভেঙ্গে নেত্রীকে নিয়ে আসা হবে।’
বৃহস্পতিবার (৫ জুলাই) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের দক্ষিন পাশের সড়কে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই বিক্ষোভ কর্মসুচীর আয়োজন করে জেলা বিএনপি।
জেলা বিএনপির সহ সভাপতি এড. আবুল কালাম আজাদ বিশ্বাসের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক এম এ আকবর, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, মাসুকুল ইসলাম রাজিব, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, জেলা যুবদল নেতা আশরাফুল হক রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, শহীদ জিয়া আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এড. ওমর ফারুক নয়ন সহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
মামুন মাহমুদ তার বক্তব্যে বলেন, ‘ একটি প্রহসনের বিচারের মাধ্যমে খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছে সরকার। আন্দোলন সংগ্রাম করার আমাদের যে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার, তারা সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করেছে। পুলিশ বাহিনী দিয়ে আমাদের সভা সমাবেশকে বাধাগ্রস্থ করতে চায়। একের পর এক হামলা মামলার মাধ্যমে আমাদের দমিয়ে রাখার চেষ্টা করছে।’
এসময় তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ‘একটি কথা মনে রাখবেন, বাংলাদেশে কোন স্বৈরশাসন স্থায়ী হয় নাই আর হবেও না। এই জাতি বীরের জাতি, এই জাতি লড়তে জানে।’
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী কিছুদিনের মধ্যেই এই সরকারের বিদায়ের জন্য একদফা কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।