মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) ভোর থেকেই নগরীর চাষাঢ়ায় বিজয় স্তম্ভে বিনম্র শ্রদ্ধায় জাতির বীর সন্তান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ।
সকাল ৬.৩৪ মিনিটে চাষাড়া বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি সূচনা করা হয়।
জেলা প্রশাসন ও সংসদ সদস্যরা প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলার মুক্তিযোদ্ধারা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষও ফুলেল শ্রদ্ধা জানায় বিজয় স্তম্ভে।
দিনটি উপলক্ষে জেলা প্রশাসন এবং স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।