ফতুল্লার আদালত পাড়া থেকে একটি হোন্ডা চুরি হয়েছে। মঙ্গলবার সকালে আদালত পাড়ায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে হোন্ডাটির মালিক মাসুম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দিয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় আদালত পাড়ায় আসে নগর খানপুর এলাকার মৃত সামসুল হকের ছেলে মাসুম। মাসুম তার ব্যবহৃত হোন্ডাটি( ঢাকা মেট্রো- ল-১৯-১৭২৬) আদালত পাড়া সংলগ্ন বিআরটিএ’র অফিসের সামনে রেখে আদালতে প্রবেশ করে।
প্রায় ১৫ মিনিট পর মাসুম আদালত পাড়া থেকে বাইরে এসে তার রেখে যাওয়া হোন্ডাটি আর খুজে পায়নি।