সংবাদ বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার) বলেছেন, যে কোন ব্যক্তি দলমত নির্বিশেষে পুলিশী সেবা পাবেন। কোনো ব্যক্তি বিশেষ নয়, অপরাধ দেখেই আইনগত সেবা দিবে পুলিশ। সাংবাদিক বান্ধব হয়ে আপনাদের সাথে নিয়ে নারায়ণগঞ্জবাসীর আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবো। আমি সকলের সহযোগীতা চাই। এছাড়া মাদক বন্ধ করতেও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে মাঠ পর্যায়ের সাংবাদিকদের প্রাণের সংগঠন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি এবং এন.এ.এন টিভির নিউজ কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ টিটু ও সাধারণ সম্পাদক এবং আনন্দ টিভি’র নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, সংবাদচর্চা পত্রিকার বিশষে প্রতিবেদক সৈয়দ সিফাত লিংকনের নেতৃত্বে সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সহ সভাপতি এবং অগ্রবানি প্রতিদিনের সহ সম্পাদক উত্তম সাহা, সহ সাধারণ সম্পাদক এবং রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক শাহআলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় দৈনিক আমার বার্তা পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি নুরুজ্জামান কাউসার, প্রচার সম্পাদক এবং এন.এ.এন টিভির রির্পোটার বদরুজ্জামান রতন, দপ্তর সম্পাদক এবং দৈনিক অগ্রবানী পত্রিকার নির্বাহী সম্পাদক রাশিদ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এবং এশিয়ান টিভির ফতুল্লা প্রতিনিধি মো. বদিউজ্জামান খান, সদস্য জাতীয় দৈনিক নবচেতনার না.গঞ্জ প্রতিনিধি মোঃ আল আমিন, জাতীয় দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার না.গঞ্জ প্রতিনিধি এসকে মাসুদ রানা, এশিয়ান টিভির সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ওমর ফারুক, নারায়ণগঞ্জ সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক আকবর হোসেন , দৈনিক খবর প্রতিদিনের ফটো সাংবাদিক মো. জুয়েল আলী, আনন্দ টিভির ক্যামেরা পার্সন কাজি রিয়াল সাব্বির, গ্লোবাল টিভির ক্যামেরা পার্সন রাব্বিসহ অন্যান্য সাংবাদিকরা।