নারনারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড . আবু হাসনাত মাে . শহীদ বাদলের ( ভিপি বাদল ) বলেছেন , ৭ ই মার্চের বঙ্গবন্ধুর দেয়া ভাষন সমগ্র বাঙ্গালি জাতির মধ্যে এক অনন্য শক্তির সৃষ্টি করে ছিলাে । যখন আমরা বিজয় অর্জনকরি তখন ওই বিলাইয়ের বাচ্চারা ড্রেন দিয়া পালাইসে । ৭ ই মার্চের ভাষন এখনাে শুনলে ইচ্ছা করে ওই স্বাধীনতা বিরােধিগাে গিল্লা ফালাই । প্রস্তত হও ১৬ তারিখ বিকাল ৩ টায় ইনশাল্লাহ খেলা হবে ।
ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে রবিবার ( ৭ মার্চ ) সকাল ১০ টায় ২ নং রেললাইন সংলগ্ন জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যলয়ে আয়ােজিত এক আলােচনা সভায় ভিপি বাদল এ সব কথা বলেন ।
ভিপি বাদল আরও বলেন , আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আজ বিশ্বের কাছে বাংলাদেশ একটি উন্নয়নের রােল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে । বাংলাদশের ইতিহাসের সব আন্দোলৈন সংগ্রামে নারায়ণগঞ্জের ভুমিকা অন্যতম । এই বাইতুল আমান থেকে আওয়ামী লীগের পথ চলা শুরু হয়েছিলাে । আন্দোলনের সময় নারায়ণগঞ্জের রাজপথ গর্জে উঠে ।
এ সময় উপস্থিত ছিলেন , নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এবং নারায়ণগঞ্জ আসনে সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য হােসনে আরা বাবলীসহ আরাে অনেক নেতা কর্মী ।