নূরুল হুদা মেহেদীঃ প্রতি বছরের ন্যায় এবারেও ওরশ উদ্যাপন কমিটির উদ্যোগে নারায়ণগঞ্জ ফতুল্লার হাজীগঞ্জ রেললাইন হযরত শেরশাহ (র) এর তিন দিনব্যাপি বাৎসরিক পবিত্র ওরশ শরীফ শুরু হচ্ছে। আজ (২৮ জানুয়ারি) রবিবার রাত ১২টায় মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। গত বছরের ধারাবাহিকতায় আগামীকাল সোমবার থেকে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে এইবারও নানান আনুষ্ঠিকতার মধ্যে দিয়ে আয়োজন করা হচ্ছে।
ওরশ মোবারকে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে শুরুতে মাজার গোসল, বাদ ফজর খতমে কোরআন,বাদ আসর মিলাদ মাহফিল, জিকির আসকার শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত করা হবে। পরে আশেক ভক্তদের মাঝে তবরুক বিতরন করবেন। মোনাজাত তবারক বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকতার সমাপ্তি হবে। ওরশ মোবারক উদযাপন করবেন বীর মুক্তিযোদ্ধা এড. নূরুল হুদার সভাপতিত্বে ও সোহেল ফকিরের সার্বিক তত্ত¦াবধায়নে। হাজীগঞ্জ যুব সমাজের আয়োজনে । এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সকল আশেক ভক্তদের উপস্থিত থাকার আহবান জানান।আরও
বাৎসরিক ওরশ শরীফ ও দোয়া মাহফিলে সকল নবী ও ওলি প্রেমিকদের অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।