সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-১১’র বিশেষ অভিযানে লবণের বস্তার ভিতর লুকিয়ে অভিনব কৌশলে ইয়াবা পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে ৫৯,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র্যাব-১১’র সদর দপ্তর থেকে অধিনায়ক লে: কর্ণেল ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, পাবনা জেলার বেড়া থানার কাজিরহাট এলাকার মৃত মিনহাজ উদ্দিনের ছেলে ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকার হারাধনের বাড়ির ভাড়াটিয়া জিয়া বেপারী (৪০) ও কুমিল্লা জেলার মুরাদনগর থানার নিয়ামতপুর এলাকার মোহন মিয়ার ছেলে মুন্না ওরফে আলাউদ্দিন (২২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে অধিনায় ইমরান উল্লাহ সরকার জানায়, গত বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে র্যাব-১১’র সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল কুমিল্লা থেকে অনুসরণ করে তাদেরকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তারা পরস্পর যোগসাজশে কক্সবাজারের টেকনাফ হতে কাভার্ডভ্যানে লবণের বস্তার ভিতর অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিল। এছাড়াও তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে কৌশলে ইয়াবা আনয়ন করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে র্যাব-১১’র অভিযানে ৫৯ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- ২১১ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ