শহর প্রতিনিধি : নারায়ণগঞ্জে সনি র্যাংগ্সের ৮৯ তম শো-রুমের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের নিতাইগঞ্জ বঙ্গবন্ধু সড়কে শো-রুমটির উদ্বোধন করেন র্যাংর্গ্স গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আকতার হোসেন। এটি নারায়ণগঞ্জ শহরে দ্বিতীয় শো-রুম।
এসময় উপস্থিত ছিলেন, র্যাংগ্স ইলেকট্রনিক্স লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক মিস বিনাছ হোসেন ও অপারেটিং অফিসার তানভীর হোসেনসহ প্রমূখ।
আকতার হোসেন বলেন, এ শো-রুম থেকে সনি র্যাংগ্স বাই এন্ড ফাই অফারের বিশেষ মূল্যছাড় এক্সচেঞ্জ ও আপগ্রেড অফার প্রিমিয়াম গিফ্ট, ব্রাভিয়া সনি এলইডি টিভি ও র্যাংগস টিভির সঙ্গে দশ হাজার টাকা দামের মোবাইল ফোন ফ্রি, ওয়াল হ্যাঙ্গার ও ইন্সটলেশন এবং ২৭ টি ব্যাংকের ক্রেডিট কার্ড, শূন্য পারসন সুদবিহীন ৬ হতে ১২ টি কিস্তিতে পণ্য ক্রয়সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। উদ্বোধনের দিন থেকে প্রথম সাতদিন ক্রেতা পাবেন স্পেসাল অফার ও আকর্ষণীয় উপহার। দেশব্যাপী সনি র্যাংগ্সের ৮৯ টি নিজস্ব বিক্রয় কেন্দ্র এবং ৪৫০ টির অধিক ডিলার নেটওয়ার্ক রয়েছে।