ফতুল্লা প্রতনিধিি ঃ
নারায়ণগঞ্জ জেলার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেনকে হত্যার হুমকি দিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য শামীম ওসমানের গনিষ্ঠ বন্ধু খালেদ হায়দার খান কাজল।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গণপূর্ত বিভাগের এসও মো. মাসুদকে টেলিফোন করে কাজল বলে, নারায়ণগঞ্জ কলেজের পাশে যে জায়গাটি রয়েছে সেটি তে নতুন বিল্ডিং উঠবে। এতে যদি কেউ বাধা দেয় তাদের পিটিয়ে ঠেং ভেঙ্গে ফেলবো। বিষয়টি উদ্ধতন কর্মকর্তার সাথে আলোচনা করতে পরামর্শ দেয় এসও মাসুদ। পরে তিনি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেনকে টেলিফোন করে বলেন, আপনি আমাকে চেনেন, আপনি নারায়ণগঞ্জে আসেন দেখিয়ে দেবো। আপনাকে পিটিয়ে ঠেং ভেঙ্গে ফেলবো বেশি বারাবারি করলে মেরে ফেলবো।
এ বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, নারায়ণগঞ্জ কলেজের নতুন বিল্ডিংয়ের পাশে গণপূর্ত বিভাগের জায়গা রয়েছে। যা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। কোর্ট থেকে সার্ভেয়ার নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আদালতে আর্জি করেছি এই গণপূর্ত বিভাগের জায়গাটি যেনো ছেড়ে দেন। আর এ বিষয় নিয়ে গত শুক্রবার এসও মো. মাসুদকে, খালেদ হায়দার খান কাজল ফোনে হুমকি দিয়ে বলেন মাইরের উপরে ঔষধ নেই। এ ব্যাপারে এসও মাসুদ আমার সাথে কথা বলার পরামর্শ দিলে বৃহস্পতিবার সকালে আমাকে টেলিফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেয়। এমনকি কিছুক্ষন পরে সে আমার অফিসে এসে স্টাফদের উপর হামলা চালায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার বিশেষ শাখার (ডিআইও) ও ইনস্পেক্টর মিডিয়া সাজ্জাদ রোমন বলেন, বিষয়টি আমরা অবগতি হয়েছি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল এর সাথে মুঠফোনের (০১৭২০০০৮৪৪৭) এই নম্বারে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোনটি রিসিভ করেনি।