নারায়ণগঞ্জ প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের পিছনে শীতলক্ষ্যা নদী থেকে নাজনিন আক্তার(২২) নামে এক নার্সের লাশ উদ্ধার করেছে নৌ-থানা পুলিশ। গত মঙ্গলবার সকালে স্থানীয়রা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। লাশ নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে নৌ-পুলিশ।
নিহত নাজনিন বন্দর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নার্স হিসেবে কাজ করতেন। তিনি রূপগঞ্জ থানা এলাকার বাসিন্দা। তার পিতার নাম গোলাম শিকদার।
জানা গেজে, ঈদের দিন সকালে নাজনিন নিখোঁজ হয়। পরে বিকেলে তার বাবা গোলাম শিকদার থানা জিডি করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক ফয়সাল হাওলাদার জানায়, মঙ্গলবার সকালে অজ্ঞাত হিসেবে তার লাশ উদ্ধার করা হয়। পরে বিকেলে স্বজনরা থানায় এসে লাশ সনাক্ত করেন। ময়না তদন্তের রিপোর্ট দেখার পর মৃত্যুর কারণ বলা যাবে।