সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে মাওলানা শাহ আতাউল্লাহ বলেছেন, শারিরিক সুস্থ্যতার সাথে সাথে আত্মিক সুস্থতা জরুরী। কেননা আত্মশুদ্ধি ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়। যুগে যুগে নবীগণ মানুষের অন্তরে আল্লাহর ভয় ও মোহাব্বত সৃষ্টির জন্য মেহনত করে গেছেন। সে ধারাবাহিকতায় আল্লাহর ওলীগণ মানুষের অন্তরের ব্যধি দূরিকরনে চেষ্টা অব্যাহত রেখেছেন।
সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড তাজমহল চাইনিজ এন্ড কমিনিউটি সেন্টারে রবিবার বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, দলের নায়েবে আমীর মাওলানা মুজীবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা ফিরোজ আশরাফী, মাওলানা আতাউর রহমান আরেফী, মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা শেখ সাদী, হাফেজ মাওলানা আবু ইউসুফ, মাওলানা আবু বকর, মাওলানা মুশফিকুর রহমান জামাল, হাফেজ আব্দুল গনি, হাফেজ মাও. আক্তারুজ্জামান সাদেকী, মুফতী শিহাব উদ্দিন কাসেমী, মাওলানা নাসিম রেজা, মাওলানা মেহেদী হাসান ও হাসানুজ্জামান।
সভাপতির বক্তব্যে নান্নু মুন্সি বলেন, খেলাফত শাসন ব্যবস্থার মাধ্যমে হযরত মুহাম্মাদ (সা:) যে ইনসাফ ও ন্যায় বিচার বিশ্ববাসিকে উপহার দিয়ে গেছেন, তাতে মুসলমানসহ সকল ধর্মের মানুষের ন্যায্য অধিকার রয়েছে। সমাজের বিত্তবানরা যাকাতসহ ইসলামের সকল বিধি-বিধান মেনে চললেই এতিম-গরীব, অসহায়, কৃষক-শ্রমিক ও দিন-মজুরের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।