শহর প্রতিনিধি ঃনারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন খানপুর এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মোবাইল সেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ মে) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে খানপুর সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী অমিত হাসান ওরফে শরীফ খান (২৪) ফতুল্লা বউ বাজার এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১, সিপিএসসি এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান,আসামী এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিলো। তাহার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হইয়াছে।