স্টাফ রিপোর্টার : শীতল্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় সিমেন্টবাহি একটি ট্রলার ডুবে জুয়েল নামে এক শ্রমিক নিখোজঁ রয়েছেন। তাকে উদ্ধার অভিযান চলাচ্ছে নৌ-পুলিশ ও ডুবিরা।শনিবার (৩০ মার্চ ) সকালে পাঁচ নং ঘাটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জুয়েল নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার বৈদ্যারগাঁও গ্রামের চাঁন মিয়ার ছেলে।
নৌ-পুলিশ জানান, শীতল্যা নদীর তীর ঘেঁষে বন্দর উপজেলায় গড়ে উঠা আকিজ সিমেন্ট কারখানা থেকে সিমেন্ট নিয়ে বিসমিল্লাহ পরিবহন নামের একটি ট্রলার শনিবার ভোরে চাদঁপুরের মতলবের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারটি শীতল্যা নদীর পাঁচ নং ঘাট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহি কার্গো জাহাজের ধাক্কায় মাঝ নদীতে ডুবে যায়। এসময় সিমেন্ট বোঝাই ট্রলারে থাকা দুই শ্রমিক সাঁতরে তীরে উঠতে সম হলেও নদীতে তলিয়ে যায় জুয়েল নামের এক শ্রমিক। খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে তল্লাশী চালাচ্ছে।
নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, সিমেন্টবাহি ট্রলারটি ডুবে যাওয়ার খবর পাওয়ার পর পরই নৌ পুলিশের উদ্ধার কর্মীরা বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুুবুরিদের সাথে নিয়ে নদীতে তল্লাশী শুরু করে। ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করা হলেও নিখোঁজ জুয়েলের সন্ধান এখনো পাওয়া যায়নি।