ডেমরা প্রতিনিধি ঃ ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ডেমরা পশ্চিম সানারপাড় এলাকায় সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ব্যক্তিগত উদ্দ্যোগে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে।
জানা গেছে, শনিবার (১৬ মার্চ) পশ্চিম সানারপাড় নিউ টাউন নুরে মদিনা জামে মসজিদের সামনে থেকে মশক নিধন কার্যক্রম শুরু করা হয়। ৬৪,৬৫,৬৬ (২৩) নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইঞ্জিনিয়ার মনিরা চৌধুরী ব্যক্তিগত উদ্দ্যোগে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন। ১ টি মেশিন দিয়ে আশপাশের এলাকায় মশার ওষুধ দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল হোসেন, কাউন্সিলরের বাবা বীর মুক্তিযোদ্ধা মাজহার আলী চৌধুরী, সাবেক গ্রাম সরকার আক্কাস আলী প্রধান, মদিনা বাগ পঞ্চায়েত কমিটির সভাপতি মো. সাহাব উদ্দিন, এজি অফিসের অডিটর নুরুল ইসলাম, মো. জহির উদ্দিন মামা ও নুরে মদিনা জামে মসজিদের ক্যাশিয়ার রফিকুল ইসলাম।