নিজস্ব সংবাদ দাতাঃ গতকাল ৮মার্চ শুক্রবার বাদ আছর হাজীগঞ্জ আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে মাদকের ভয়াবহতার প্রতিকার ও প্রতিরোধে আমাদের করনিও শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নূরুল হুদা।সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের আহ্বায়ক মোঃ বদরুল হক,মহাসচিব আবু হাসান টিপু, যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু,নুরুজ্জামান কাউসার, খোকন রাজ,জুয়েল সহ প্রমুখ।
আমি জেগে গেছি,তুমি জাগো,সবাইকে জড়ো করো,মাদককে বলো ভাগো এ শ্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জ, তল্লা,পাঠানটুলী, আইলপাড়া(নতুন ও পুরাতন) পানিরকল,এমসার্কেস, কিল্লারপুর এলাকার সামাজিক ব্যক্তত্ব,রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিগন তাদের বক্তব্যে বলেন, আমরা সবাই মাদক প্রতিরোধে ঐক্য বন্ধ হলে আমাদের সমাজ থেকে মাদক নির্মূল করতে পারবো,আমরা মাদকাসক্তদের নয় মাদকে ঘৃণা করবো।আগামী এপ্রিল মাসে মাদকের বিরুদ্ধে একটি গন সমাবেশ করার সিদ্ধান্ত নেয়াহয় সকলের মতামতের ভিত্তিতে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা-মহি,হাজী মোক্তার হোসেন,মুক্তিযোদ্ধা শাহ আলম,নূর হোসেন,সামছুদ্দিন প্রধান,এডভোকেট আলাউদ্দিন, মোস্তফা, গাজী শাহ আলম,সাখাওয়াত, খোকন,মুক্তি, হালীম ব্যাপারী,নাট্যব্যক্তিত্ব খোকন,ইয়াসমিন, জীবন, রবিউল আলম বাদলসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
সংবাদ শিরোনাম ::
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০১৯
- ২০২ বার পড়া হয়েছে
ট্যাগস :