যথার্থ মর্যাদায় বিদ্যার দেবী স্বরস্বতী পূজা পালন করছেন হিন্দুধর্মালম্বিরা। নগরীর রামকৃষ্ণ মিশনে সকাল ০৯:০০ থেকে ১১:০০ পর্যন্ত এই পূর্জা অনুষ্ঠিত হয়। সকাল থেকে হিন্দুধর্মালম্বি নারী পুরুষ তাদের পরিবারের সকল সদস্যকে নিয়ে ভীড় জমান রামকৃষ্ণ মিশনে।
হিন্দুধর্মালম্বি ভক্তবৃন্দদের দাাবি মা স্বরস্বতী বিদ্যার দেবী। তাই তারা বিদ্যা দেবী স্বরস্বতী দেবীর কাছে হাতে খড়ি দিয়ে এবং বই খাতা স্পর্শ করে পূজা অর্চনা করেন। সবাই মিলে এই দিনে মা স্বরস্বতী দেবির কাছে প্রার্থনার মাধ্যমে হাতেখড়ি শুরু করছেন। যাতে করে তাদের জীবনে মঙ্গল বয়ে আনে। এছাড়া জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মন্দিরে যথাযথ মর্যাদায় দেবীর পূজা অনুষ্ঠিত হয়।
পূজাদিতে আসা ভক্তরা জানান, ভ্রমা বিষ্ণ মহেশ্বরের মাধ্যমে শক্তিপূজা স্বরস্বতী।
মাতৃপূজার মাধ্যমে অধ্যত স্বাধনার বিকাশ ঘটে। সঠিক শিক্ষার মাধ্যমে জ্ঞানের বিকাশ ঘটে বলে সকলে প্রত্যাশা করেন। স্বামী বিবেকানন্দের মতে প্রকৃত শিক্ষা জ্ঞানের বিকাশ লাভ করে। এই প্রকৃত শিক্ষার মাধ্যমে দেশ ও জাতি এগিয়ে যাবে।