শহর প্রতিনিধি : এডভোকেট খোকন সাহা বলেন, আজকে আমি এই পূজা উদযাপন কমিটির সাধারণ সভায় সকলকে স্বরণ করিয়ে দিতে চাই যে, ধর্ম যার যার পূজা সবার। আওয়ামীলীগ আছে বলে আমরা শান্তিতে আছি আর আওয়ামীলীগ এই দেশের ক্ষমতায় বার বার দরকার।আওয়ামীলীগ সরকারের শেষ সময়, সামনে দূর্গা পূজাকে লক্ষ করে ঐ শাসকগোষ্ঠী নাশকতা করতে পারে আওয়ামীলীগ সরকারকে সমালোচনার মূখী করার জন্যে, সেদিকে সবার লক্ষ রেখে কাজ করতে হবে।যখন যেখানে ঘটনা ঘটবে তখন তা আপনারা আমাদের অবগত করবেন, আমরা এই বিষয়ে প্রশাসন এর সাথে কথা বলবো যেনো সকল পূজা মন্ডবে সঠিক নিরাপত্তা দেয়া হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ শাখা ২ অক্টোবর বিকাল ৪ ঘটিকায় শ্রী শ্রী রাম কানাই আখড়া প্রাঙ্গণে গলাচিপায় সাধারণ সভার আয়োজন করেন।
তিনি আরোও পূজা কমিটি সম্পর্কে বলেন, বর্তমান কমিটি চার বছর হয়ে গেছে নতুন কমিটি হওয়ার প্রয়োজন, তবে এখানে যোগ্য ব্যক্তিদের স্থান দেয়া হবে এবং কালী পূজার পর পরই নতুন মহানগর এর কমিটি করা হবে সর্ব বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলে সবাইকে আহবান করেন।
সভায় বক্তব্যে বক্তরা বর্তমান কমিটি নিয়া সমালোচনা করেন এবং বলেন এখানে অনেক অযোগ্য ব্যক্তি আছে যারা পদেই বিশ্বাসী একমাত্র খোকন সাহা, গোপীনাথ পালাই সর্ব রকম বিপদে এগিয়ে আসে।
শ্রী দিপক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বক্তা গোপীনাথ পাল সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যে পরিষদ নারায়ণগঞ্জ। বিশেষ অতিথি শ্রী বাসুদেব চক্রবর্তী, জাতীয় পরিষদ পূজা উদযাপন কমিটির সদস্য। শ্রী লোকনাথ সভাপতি সোনারগাঁও উপজেলা পরিষদ পূজা কমিটি, রিপন ভাওয়াল, অরুণ দাস, শিপন কুমার প্রমুখ।
সংবাদ শিরোনাম ::
পূজায় শাসকগোষ্ঠী নাশকতা করতে পারে – খোকন সাহা
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮
- ১৯৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ