স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরায় সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত এবং শিক্ষার্থীদের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ শুরু করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে দশটায় শহরের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা মিছিল করে চাষাঢ়ায় এসে জড়ো হয়। নগরীর প্রধান সড়কগুলির মুখে অবস্থান নিয়ে তারা রাস্তায় বসে ব্যারিকেট সৃষ্টি করে শ্লোগান দেয়। ছাত্ররা বঙ্গবন্ধু সড়ক, নবাব সলিমুল্লাহ সড়ক এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সব ধরণের যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে।
এতে ঢাকা-নারায়ণগঞ্জের সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের মিছিল ও শ্লোগানে উত্তাল হয়ে পড়ে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া। স্কুল কলেজের শিক্ষার্থীরা এসময় নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খানের পদত্যাগসহ ৯ দফা দাবি উত্থাপন করে । চাষাঢ়ার মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যাপক পুলিশ মোতায়েন থাকলেও শিক্ষর্থীরা প্রশাসনকে উপেক্ষা করেই তাদের বিক্ষোভ অব্যাহত রাখে। এ সময় পুলিশ তাদের বাধা না দিয়ে নীরব ভূমিকা পালন করে। এ অবস্থায় নারায়ণগঞ্জ শহরে অচলাবস্থার সৃষ্টি হয়।