সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা আজ জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে দুস্থ্য ও পথচারী শিশুদের মাঝে খাবার বিতরণ রুপগঞ্জ আলোচিত রাজমিস্ত্রী সুমন হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার প্রাণঘাতি মাদক ’শয়তানের নি:শ্বাস’ চক্রের ২ সদস্য আটক সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর কার্যালয়ে ‘টেনশন গ্রুপের’ হামলা ঢাকায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বিএনপি-জামায়াতের বৈশিষ্ট্য আগুনে পুড়িয়ে মানুষ মারা: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ১ দিনে ৪ লাশ উদ্ধার, স্ত্রীর শোকে স্বামীর আত্নহত্যা আনিসের মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের শোক ডেঙ্গু প্রতিরোধে সচেতনাতামূলক কর্মসূচি ডিপিডিসির

নচিকেতার গল্প নিয়ে কলকাতার ছবিতে অপু বিশ্বাস

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এবার ভারতীয় বাংলা ছবিতে ‘শর্টকাট’ এ অভিনয় করবেন। এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে। সংগীতশিল্পী নচিকেতার গল্প নিয়ে রচিত সিনেমাটি পরিচালনা করছেন সুবীর মণ্ডল।

সিনেমার বিষয়ে নচিকেতা বলেন, ‘সিনেমায় যে যে উপাদান থাকা প্রয়োজন, তার সবই আছে এই গল্পে। সুবীরকে দিয়ে বললাম নিজের মতো করে গড়েপিটে নিতে। সুবীর কত ভালো ছবি বানাবে, আমি জানি না। ও মানুষটা খুব ভালো। তাই গল্পটা ওকেই দিলাম।’নচিকেতা আরও বলেন, ‘কলকাতাকে আমরা যেভাবে দেখি, সেটাই তো শহরের আসল রূপ নয়। গভীরে গভীরে অনেক স্তর রয়েছে। বাংলা ছবিতেও সেগুলো উঠে আসেনি। আমি মনে করি, এই ছবির মাধ্যমে সেগুলো দর্শক জানতে পারবেন।’

সিনেমার পরিচালক সুবীর মণ্ডল বলেন, ‘আমাদের সবার মধ্যেই একটা শর্টকাট নেয়ার প্রবণতা আছে। পরিণতিতে কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়। আমাদের ছবি তেমনি একটি গল্প নিয়ে।’

ছবিতে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, চন্দন সেন আর বাংলাদেশের অপু বিশ্বাস ও অরিন।‘শর্টকাট’ ছবি তৈরি করছে কলকাতার তৃণা ফিল্ম। ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করছেন নচিকেতা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আড়াইহাজারে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

নচিকেতার গল্প নিয়ে কলকাতার ছবিতে অপু বিশ্বাস

আপডেট সময় : ১২:১৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এবার ভারতীয় বাংলা ছবিতে ‘শর্টকাট’ এ অভিনয় করবেন। এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে। সংগীতশিল্পী নচিকেতার গল্প নিয়ে রচিত সিনেমাটি পরিচালনা করছেন সুবীর মণ্ডল।

সিনেমার বিষয়ে নচিকেতা বলেন, ‘সিনেমায় যে যে উপাদান থাকা প্রয়োজন, তার সবই আছে এই গল্পে। সুবীরকে দিয়ে বললাম নিজের মতো করে গড়েপিটে নিতে। সুবীর কত ভালো ছবি বানাবে, আমি জানি না। ও মানুষটা খুব ভালো। তাই গল্পটা ওকেই দিলাম।’নচিকেতা আরও বলেন, ‘কলকাতাকে আমরা যেভাবে দেখি, সেটাই তো শহরের আসল রূপ নয়। গভীরে গভীরে অনেক স্তর রয়েছে। বাংলা ছবিতেও সেগুলো উঠে আসেনি। আমি মনে করি, এই ছবির মাধ্যমে সেগুলো দর্শক জানতে পারবেন।’

সিনেমার পরিচালক সুবীর মণ্ডল বলেন, ‘আমাদের সবার মধ্যেই একটা শর্টকাট নেয়ার প্রবণতা আছে। পরিণতিতে কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়। আমাদের ছবি তেমনি একটি গল্প নিয়ে।’

ছবিতে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, চন্দন সেন আর বাংলাদেশের অপু বিশ্বাস ও অরিন।‘শর্টকাট’ ছবি তৈরি করছে কলকাতার তৃণা ফিল্ম। ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করছেন নচিকেতা।