সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ লাঙ্গলবন্দ পূণ্যস্লান আগামী ২৪ ও ২৫ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুষ্ঠুভাবে স্লান উৎসব সম্পন্ন করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও লাঙ্গলবন্দ স্লান উদযাপন পরিষদ সহ হিন্দু নেতৃবৃন্দের সাথে মত বিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় গত কয়েক বছরে স্লান উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের পক্ষ থেকে আর্থিক সহযোগীতা সহ সার্বিক সহযোগীতা এবং জেলা প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রদানের জন্য উদযাপন পরিষদ ও হিন্দু নেতৃবৃন্দদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ সহ কৃতজ্ঞা প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার ১ মার্চ বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে লাঙ্গলবন্দ স্লান উৎসব শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন ও হিন্দু নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় ২০১৭ সালের স্লান উৎসবে সকল প্রকারের আয়োজন ঠিক রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সাথে আরো উন্নত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে কিনা এ ব্যাপারে স্লান উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার পরিষদের নেতৃবৃন্দ নিজেদের মধ্যে আলোচনার পর লিখিত আকারে জেলা প্রশাসকের কাছে তাদের চুড়ান্ত পরামর্শ প্রদান করবেন। সেই মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
সভায় শান্তিপূর্ণ ভাবে স্লান উৎসব পালনের জন্য লাঙ্গলবন্দ এলাকায় রাস্তার দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, কচুরি পানা পরিস্কার, প্রশাসনের নিরাপত্তায় ওয়ার্চ টাওয়ার, পয়নি:স্কাশন ব্যবস্থা, চেঞ্জিং রুম সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। থাকবে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সেই সাথে নিয়োগ করা হবে আনসার বাহিনী নারী সেচ্ছাসেবী। থাকবে ফায়ার সার্ভিসের নিরাপত্তা কর্মী, অ্যাম্বুলেন্স, কমিউনিটি ক্লিনিক, নৌ-টহল সহ জরুরি উদ্ধার ব্যবস্থা। লাঙ্গলবন্দ স্লান এলাকার ৩ কিলোমিটার জুড়ে নিরাপত্তায় স্থাপন করা হবে সিসি টিভি ক্যামেরা।
সভায় এমপি সেলিম ওসমান বলেন, লাঙ্গলবন্দ এলাকার উন্নয়নে সরকারের মেগা প্রকল্প অনুমোদন হয়েছে। বিভিন্ন কারনে সেই কাজ আমরা শুরু করতে পারিনি। তবে ইতোমধ্যে লাঙ্গলবন্দে ৭টি উন্নত মানের ঘাট নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। কিন্তু উৎসবের সময়ের স্বল্পতার কারণে এই মুহুর্তে কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। কারণ এখন কাজ শুরু করলে উৎসবের সময় পূন্যার্থীদের দুর্ভোগ সৃষ্টি হতে পারে। তাই স্লান উৎসবের শেষে আমরা ওই এলাকার উন্নয়নের কাজ শুরু করবো। পর্যায়ক্রমে লাঙ্গলবন্দ একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রের মেগা প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে আমরা আশাবাদী। আমি সকলের কাছে অনুরোধ রাখতে গত কয়েক বছরের ন্যায় হিন্দু নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী সকলে সম্মিলিতভাবে স্লান উৎসবকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সহযোগীতা করবেন।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিঞার সভাপতিতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, কমান্ডার গোপি নাথ দাস, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, যুবলীগ নেতা এহসানুল হাসান নিপু, স্লান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজিত সাহা, স্লান উদযাপন পরিষদের উপদেষ্টা পরিতোষ কান্তি সাহা, শংকর সাহা, শ্যামল সাহা, শহর যুব সংহতির সাংগঠনিক সম্পাদক রিপন ভাওয়াল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুজন সাহা, মহানগর শাখার সভাপতি দিপক সাহা, সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন প্রমুখ।