বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) জয়নাল আবেদিন ও চাষাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গাজী মিজানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।ফুটপাত দখলমুক্ত অভিযানে এবার উচ্ছেদ করা হলো হকার্স মার্কেট সংলগ্ন ফুটপাতের দোকানপাট।
এ সময় হকার্স মার্কেট এবং নবাব সলিমুল্লাহ রোডের ফুটপাতে অবস্থিত সকল দোকান উঠিয়ে দেয়া হয়। এ নিয়ে ১১তম দিনের মত চালানো হয় এ উচ্ছেদ অভিযান।
গতকাল উচ্ছেদ অভিযান চালানো হয় চাষাঢ়া শহীদ মিনার সংলগ্ন চাসহ অন্যান্য দোকনপাটগুলো। এর আগে মীরজুমলা সড়ক,বঙ্গবন্ধু সড়কসহ নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ফুটপাত দখলমুক্ত অভিযান চালানো হয়।
উল্লেখ্য,গত ২৫ ডিসেম্বর থেকে শুরু হয় ফুটপাত দখলমুক্ত অভিযান। তারপর থেকে এ নিয়ে শুরু হয় হকারদের সাথে নাসিক মেয়র আইভীর উত্তপ্ত বাকবিতন্ড। পাশাপশি শহর ব্যাপী আন্দোলনে নামে হকাররা।
এদিকে অনেকেই হকার সমস্যা নিয়ে আগুনে ঘি ঢালতে এলেও পরবর্তিতে পরিস্থিত বুঝে সটকে পড়ে। অবশেষে জেলা প্রশাসকের সাথে আলোচনায় হকারদের তালিকা চেয়ে হকার সমস্যার সমাধানের আশ্বাস দিলে আশ্বাসিত হয় হকাররা।