আওয়ামীলীগ সরকার বিএনপি এবং জিয়া পরিবারকে ভয় পায় বলেই ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দদকার মোশাররফ হোসেন।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের একটি রেষ্টুরেন্টে আয়োজিত জাতীয়তাবাদী মহিলা দলের জেলা ও মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জিয়া অর্ফানেজ ট্রাষ্টের সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কোন সম্পর্ক বা সম্পৃক্ততা ছিল না। সেখানে তার নামও অন্তর্ভূক্ত নেই। তারপরেও বেগম খালেদা জিয়াকে সপ্তাহে তিনদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। সরকারের ষড়যন্তের অংশ হিসেবেই এই ভূয়া বিচার পরিচালনা করা হচ্ছে।
দেশের বিচার ব্যবস্থার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আদালতে স্বাক্ষীদের প্রমান শোনার কোন ক্ষমতাই নেই বিচারকদের। সরকারের পক্ষ থেকে তাদেরকে যা লিখে দেওয়া হয়, সে অনুযায়ীই তারা রায় দিয়ে থাকেন। মানুষের শেষ আশা ভরসারস্থল বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন।
জাতীয়তাবাদী মহিলা দলের জেলা আহবায়ক বেগম নুরুন্নাহারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম, বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য এডভোকেট তৈমুর আলম খন্দকার, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক, অধ্যাপক মামুন আহমেদ, মহানগর বিএনপির সভাপতি সাবেক সাংসদ এডভোকেট আবুল কালাম।