‘মুুক্তিযুদ্ধের চেতনায়ই আমাদের অঙ্গীকার’ এই শ্লোগানকে নিয়ে নারায়ণগঞ্জে বৈশাখী টেলিভিশনের এক যুগপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে চ্যানেলটির একযুগ পূর্তি উদযাপন করতে এক আলোচনা সভা, কেক কাটা ও র্যালীর আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৪ সালে যাত্রা শুরু করে দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বৈশাখী টেলিভিশন পেশাগত দক্ষতা ও সততা দিয়ে সংবাদ পরিবেশন ও সময় উপযোগী অনুষ্ঠান নির্মাণে সবসময় যতœশীল। বর্তমানেও বৈশাখী টেলিভিশন এক অনন্য নজির সৃষ্টি করেছে।
দীর্ঘদিন প্রতিষ্ঠানটির এমডি রফিকুল আমিন কারাগারে থাকার কারণে বৈশাখী টেলিভিশনকে অনেক কষ্টে এগুতে হচ্ছে। প্রতিষ্ঠানটির সাংবাদিকবৃন্দরা শুধুমাত্র আয়ের দিকে না তাকিয়ে সত্য প্রকাশে নির্ভীক ভূমিকা পালন করে চলেছেন। দীর্ঘদিন অভিভাবক না থাকার পরেও শুধুমাত্র প্রতিষ্ঠানকে ভালোবেসে চ্যানেলটিকে ধরে রেখেছেন। এটা বৈশাখীর জন্য গর্বের বিষয়।
তারা সবাই বৈশাখীর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ভবিষ্যতেও বৈশাখী টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্পন্ন অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে মুক্তিযুদ্ধের আশা ও আকাঙ্খা সুন্দর বাংলাদেশ গড়তে ধারাবাহিকভাবে অবদান রেখে যাবে এ প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈশাখী টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো.রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক শরীফ উদ্দীন সবুজ, কোষাদক্ষ রফিকুল ইসলাম জীবন, র্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেপ উদ্দীন, গণসংহতি আন্দোলনের জেলা আহবায়ক তরিকুল সুজন প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, দৈনিক ডেসটিনি পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি মাহফুজ সিহান সহ অন্যান্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
নানা চড়াই-উৎড়াই, সাফল্য ও সংকটে বৈশাখীর সাথে থাকার জন্য দর্শক, বিজ্ঞাপনদাতা, শিল্পী-কলাকুশলী, ক্যাবল অপারেটর ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান বৈশাখী টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক।
পরে প্রেস ক্লাব প্রাঙ্গণে নানা শ্রেণী পেশার মানুষ সকাল ১১টা থেকে বৈশাখী টেলিভিশনের একযুগ পূর্তিতে শুভেচ্ছা জানাতে আসেন। সব শেষে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।