দু:স্থ ও অস্বচ্ছল সংবাদকর্মীদের অনুদানের চেত তুলে দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো: রাব্বী মিয়া।রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ১০ জন সংবাদকর্মীর হাতে মোট সাড়ে পাঁচ লাখ টাকার এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক।জেলা প্রশাসক ছাড়াও এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক সভাপতি নাফিজ আশরাফ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুদানপ্রাপ্তরা হলেন-নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম, অরুণ কুমার দে, সংবাদ’র অন্তু রেজা, আরটিভির শফিকুল ইসলাম, ডেসটিনি’র হাসান উল রাকিব, ইমামুল হাসান স্বপন, রূপগঞ্জের জয়নাল আবেদীন জয়, রিয়াজ, সুরভী আক্তার রিয়া ও নারায়ণগঞ্জটুয়েন্টিফোর’র আরিফ হোসেন।সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিবছর দু:স্থ সাংবাদিকদের এ অর্থ সহায়তা দিয়ে থাকে।