মুক্তিযুদ্ধে সঠিক ইতিহাস নতুন প্রজন্মের তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে হবে সবার মাঝে।
আমরা যারা স্বাধীনতা পরবর্তী সময়ের প্রজন্ম আমাদের স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে শুক্রবার রাতে ক্লাবে প্রাঙ্গনে ফতুল্লা প্রেস ক্লাব আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার(ক অঞ্চল) শরফুদ্দিন এসব কথা বলেন।
মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকার তুলে ধরে শরফুদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের শুরুতে পুলিশ বাহিনী প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। সেই থেকে পুলিশ বাহিনী দেশ গড়ার কাজে নিয়োজিত রয়েছে। মাদক প্রসঙ্গে পুলিশের এই কর্মকর্তা বলেন, মাদক নিমূর্লে সমাজের সবাইকে কাজ করতে হবে। নিজের ঘর থেকে মাদক নিমূলে কাজ শুরু করতে হবে। তা হলে মাদক নির্মূল করাটা সহজ হবে।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিত মোদক, সঙ্গীত শিল্পী কবি এস এ শামীম, রুহুল আমিন প্রধান।
উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এ আর মিলন, যুগ্ম সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, দপ্তর সম্পাদক রফিক হাসান, অর্থ সম্পাদ শাকিল আহমেদ ডিয়েল, প্রচার সম্পাদক জিএ রাজু,সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম,আলামিন প্রধান, আমিনুল ইসলাম মিশু, সহিদুল ইসলাম, মাহাবুবুর রহমান খোকা,ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এ আর কুতুবে আলম, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন,স্বজন সমাবেশে সভাপতি কবি জাহাঙ্গীর ডালিম প্রমুখ।
এসময় সঙ্গীত পরিবেশন করেন আক্তার প্রধান, জহিরুল ইসলাম সুমন, রিয়া খান, সুবর্ণা আক্তার, সুলতানা পারভীন।