বিলুপ্তপ্রায় পুরান ঢাকার ঐতিহ্য বানর রক্ষা ও তাদের নিরাপদ বিচরণক্ষেত্র নিশ্চিতকরণ এবং সিটি কর্পোরেশন কর্তৃক আবারও খাবার সরবরাহের দাবি জানানো হয়েছে। শুক্রবার রাজধানীর পুরান ঢাকার গেণ্ডারিয়ায় অনুষ্ঠিত এক মানববন্ধনে ঢাকা ইয়ূথ ক্লাব ইন্টারন্যাশনালের নেতাকর্মীরা এ দাবি জানিয়েছেন। এ সময় তারা বানরদের জন্য খাবার বিতরণও করেন।
বক্তারা বলেন, অযত্ন, অবহেলা, আর নগরায়ণের ফলে ঢাকায় বানরদের বসবাস প্রায় বিলুপ্তের পথে। পুরান ঢাকার ঢালকানগর, নবাবপুর, শাঁখারিপট্টি আর বনগ্রাম এলাকায় বানরদের বসবাস। এসব এলাকায় এক সময় কয়েক হাজার বানর বসবাস করলেও অযত্ন, খাদ্য সংকট ও নিরাপদ আশ্রয়ের অভাবে এদের সংখ্যা অনেক কমে গেছে।