টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে কে বা কারা স্থান পাচ্ছে তা নিয়ে আলোচনা-সমালোচনার শেষ থাকে না। এবারও সেটাই হচ্ছে। আগামী ১৮ ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে ‘টাইম’-এর সাম্প্রতিক সংখ্যা। আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সামনে এসেছে ম্যাগাজিনের কভারে থাকা একটি হাতের ছবি।
‘পার্সন অব দ্য ইয়ার’-এর এই সংখ্যায় কভার বা প্রচ্ছদে স্থান পেয়েছেন পাঁচজন নারী। কালো কোট পরিহিত সেই পাঁচজন নারীর পাশে স্থান পেয়েছে কালো কোট পরা এক হাতের ছবি। কিন্তু সেই হাত ঠিক কার, তা ছবি দেখে জানা সম্ভব নয়।