পেট্রোলের দাম নিয়ে আর চিন্তা করতে হবে না। এক বোতল বিয়ার কিনে গাড়িতে ঢেলে ফেলুন, দেখবেন তরতরিয়ে চলবে গাড়ি। এমনই আশ্চর্য কথা জানিয়েছেন ব্রিটেনের একদল গবেষক।
তাদের দাবি, পেট্রোল গাড়িতে ঢাললে তা থেকে যেভাবে ইথানল তৈরি হয় আর সেই শক্তিতে ভর করেই গাড়ি চলে ঠিক সে ভাবেই বিয়ার থেকেও একই বিটানল তৈরি হয়। যেটি ইথানলের মতই কাজ করে।
বিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, মদ বা অ্যালকোহলে সাধারণত ইথানল থাকে। সে কারণেই অ্যালকহল থেকেও সহজেই বিটানল তৈরি করা সম্ভব। তবে পেট্রোলের বিকল্প হিসেবে ব্যবহার করতে গেলে অ্যালকোহল বা বিয়ারে অনুঘটক ব্যবহার করতে হবে। তাহলেই বেরিয়ে আসবে বিটানল। আর সেটিই হবে গাড়ির চালিকা শক্তি।
যেখানে পেট্রোল তৈরি হয় সেখান থেকেই পাওয়া যায় অনুঘটক। তার জন্য বাড়তি খরচের প্রয়োজন নেই। একাধিক পেট্রোকেমিকেল কারখানাতেই সহজলভ্য সে সব অনুঘটক।
গবেষকদের দাবি যদি সত্যি হয় তাহলে তো আর চিন্তা নেই। প্রতিদিন পেট্রোলের দাম নিয়ে মাথাব্যাথা করতে হবে না। আবার মাঝ রাস্তায় গাড়ির তেল ফুরিয়ে গেলেও চিন্তা নেই। এক বোতল বিয়ার গাড়িতে রাখলেই হঠাৎ প্রয়োজনে কাজে লাগতে পারে।