নারায়ণগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শনিবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল ওই ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে।
এই টহলদলের নেতৃত্ব দেয়া ক্যাপ্টেন রিয়াদ গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রূপগঞ্জের গাউসিয়া এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ ৩ জন মাধক ব্যাবসায়ীকে আটক করে সেনাবাহিনীর ৪৫ এমএলআরএস এর টহলদল।
পরে উদ্ধার করা ইয়াবাসহ ওই মাদক ব্যাবসায়ীদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সেনাবাহিনীর ৪৫ এমএলআরএস এর টহলদল রূপগঞ্জ ছাড়াও সোনারগাঁ ও আড়াইহাজার থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে।