নারায়ণগঞ্জ ০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অবস্থান বিভাজন সৃষ্টির ষড়যন্ত্র শ্রমিকদল নেতা আসলামের বহিস্কারাদেশ প্রত্যাহার গিয়াস-মামুনের পূজার অপেক্ষায় মান্নান নারায়ণগঞ্জ চারটি আসনে ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা ১১২ টাকায় ১৪ জনকে চাকরি দিলেন নারায়ণগঞ্জের মানবিক ডিসি নারায়ণগঞ্জ সদর ইউএনও’র সঙ্গে কুতুবপুর নাসিক অন্তর্ভুক্ত করণ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ মাদক কারবারিদের গ্রেফতারের দাবিতে ফতুল্লায় মানববন্ধন জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া ও স্মরণসভা অটো চালক মমিনুলকে পিটিয়ে হত্যা র‌্যাবের অভিযানে ২৪ ঘন্টার মধ্যে মূলহোতা মামুন গ্রেফতার ফতুল্লায় যৌথ অভিযানে ১৬ জন মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে সাজা

রূপগঞ্জ পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে রূপগঞ্জ উপজেলার মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

রোববার (২৮ সেপ্টেম্বর) তিনি শ্রী শ্রী গোপাল জিউর মন্দির, রাধা মাধব মন্দির ও ভোলাব কালীবাড়ি মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, “উৎসব কখনো একা উদযাপন করা যায় না; সকলকে নিয়ে উদযাপন করতে হয়। এটি বাংলাদেশের সম্প্রীতি এবং আমাদের সমাজের ঐক্যের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে উৎসব উদযাপন করি, একে অপরের খোঁজ-খবর রাখি- এটাই আমাদের সংস্কৃতি।”

তিনি আরও বলেন, “এই ধরনের উৎসব না হলে আমাদের সন্তানরা তা জানবে না এবং ঐতিহ্য হারিয়ে যাবে। আমরা আমাদের ইতিহাস ও ঐতিহ্য ধারণের মাধ্যমে গর্বিত হতে চাই।”

নিরাপত্তার বিষয়ে তিনি জানান, জেলার ২২৪টি মণ্ডপ সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। পূজা মণ্ডপ কমিটির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীসহ সরকারি সব দপ্তর প্রতিটি মণ্ডপে নজর রাখছে।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেগুফ্তা মেহনাজ, (নেজারত শাখা) মো. তারিকুল ইসলাম, জেলার আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, রূপগঞ্জ থানার ওসি তদন্ত মোহাম্মদ মুক্তার হোসেন।

মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী শ্রী গোপাল জিউর মন্দির কমিটির সভাপতি অভিনাশ দাস, সাধারণ সম্পাদক জয়দেব দাস; রাধা মাধব মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি বাদল মোহন্ত, সেক্রেটারি পঙ্কজ দাস; ভোলাব কালীবাড়ি মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি বদল দাস চৌধুরী, সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র দাস।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অবস্থান বিভাজন সৃষ্টির ষড়যন্ত্র

রূপগঞ্জ পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট সময় : ০২:৪৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে রূপগঞ্জ উপজেলার মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

রোববার (২৮ সেপ্টেম্বর) তিনি শ্রী শ্রী গোপাল জিউর মন্দির, রাধা মাধব মন্দির ও ভোলাব কালীবাড়ি মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, “উৎসব কখনো একা উদযাপন করা যায় না; সকলকে নিয়ে উদযাপন করতে হয়। এটি বাংলাদেশের সম্প্রীতি এবং আমাদের সমাজের ঐক্যের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে উৎসব উদযাপন করি, একে অপরের খোঁজ-খবর রাখি- এটাই আমাদের সংস্কৃতি।”

তিনি আরও বলেন, “এই ধরনের উৎসব না হলে আমাদের সন্তানরা তা জানবে না এবং ঐতিহ্য হারিয়ে যাবে। আমরা আমাদের ইতিহাস ও ঐতিহ্য ধারণের মাধ্যমে গর্বিত হতে চাই।”

নিরাপত্তার বিষয়ে তিনি জানান, জেলার ২২৪টি মণ্ডপ সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। পূজা মণ্ডপ কমিটির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীসহ সরকারি সব দপ্তর প্রতিটি মণ্ডপে নজর রাখছে।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেগুফ্তা মেহনাজ, (নেজারত শাখা) মো. তারিকুল ইসলাম, জেলার আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, রূপগঞ্জ থানার ওসি তদন্ত মোহাম্মদ মুক্তার হোসেন।

মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী শ্রী গোপাল জিউর মন্দির কমিটির সভাপতি অভিনাশ দাস, সাধারণ সম্পাদক জয়দেব দাস; রাধা মাধব মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি বাদল মোহন্ত, সেক্রেটারি পঙ্কজ দাস; ভোলাব কালীবাড়ি মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি বদল দাস চৌধুরী, সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র দাস।