স্টাফ রিপোর্টার : ডেমরায় ট্রাক চাপায় নিয়ত পরিচ্ছন্ন কর্মী সেকান্দার আলীর পরিবারের দিন কাটছে কষ্ঠে। সংসারের একমাত্র উপর্জনের অবলম্বনকে হারিয়ে পরিবারটি পড়েছেন করুণ অবস্থায়।
জানা গেছে, ডেমরা স্টাফকোয়ার্টার এলাকায় পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতেন সেকান্দার আলী (৫০)। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সরবরণ গ্রামের স্থায়ী বাসিন্দা। সপরিবারে ভাড়া থাকতেন রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর আউটফল পোড়াবস্তি এলাকার হাসু মিয়ার ভাড়ীতে। কর্মস্থলে যাওয়ার পথে গত ১০ নভেম্বর সকাল ৮ টার দিকে যাত্রাবাড়ী ডেমরা সড়কের কোনাপাড়া কাঠেরপুল আইআই টিউব কারখানার সামেন পৌঁছলে দ্রুতগামী (ঢাকা মেট্রো-ট-১৪-৯৯৭৬) ট্রাক চাপায় নিহত হন। এঘটনায় নিহতের স্ত্রী হামিদা খাতুন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা করেন। পরে পুলিশ ট্রাকটি আটকসহ চালক রাজশাহী জেলার দূর্গাপুর থানার জালুকা আমগাছি এলাকার জলিল হালদারের ছেলে মিলন হালদার (২৭) ও হেলপার মোশারফের ছেলে হৃদয়কে (২১) গ্রেপ্তার করে। তারা জেলহাজতে রয়েছে।
বাদীর অভিযোগ, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ভ্রমনভাঙ্গা এলাকার নিজাম উদ্দিনের ছেলে ইউসুফ(২৫) ঘটনার দিন সেকান্দার আলীকে ডেকে নিয়েছিল। প্রকৃতপক্ষে একটি সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা তা সুষ্ট তদন্তের দাবি জানান তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক আছাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে ট্রাক চালক মিলন হালদার ও হেলপার হৃদয় স্বীকার করেছে তাদের ট্রাকের চাপায় পড়ে সেকান্দার আলী নিহত হয়েছে। পরিকল্পিত হত্যা কিনা তদন্ত চলছে।
সংবাদ শিরোনাম ::
ডেমরায় ট্রাক চাপায় নিহত সেকান্দার আলীর পরিবারের দিন কাটছে কষ্ঠে
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
- ১৮৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ