সংবাদ বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের কার্যকরি সদস্য ও জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. আসলাম মিয়ার মাতা ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজিউন)। বুধবার (২৩ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে বাসায় শয্যা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত সাংবাদিক আসলামের মাতা অসুস্থ ছিলেন। এরআগে ঢাকা এবং নারায়ণগঞ্জের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ বুধবার রাতে তিনি ইহকাল ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। তার ৪ সন্তান রয়েছে। এদের মধ্যে দুই ভাই ও বোনের মধ্যে মো. আসলাম সবার ছোট। মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও সাংবাদিক আসলাম।
এদিকে, সংগঠনটির সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত চেয়ে সকলের দোয়া কামনা করছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু এবং সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন।