সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় শুক্রবার (১০ জুন) জুমার নামজের সময় সিদ্ধিরগঞ্জ থানার এসআই সৈয়দ আজিজুল হক এর উপর হামলার ঘটনা মামলায় ৩২ জনকে গ্রেপ্তারের জেরে সোমবার র্যাব, পুলিশ ও বিহারীদের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় মন্ডল বাদী হয়ে মঙ্গলবার দুপুরে এই মামলাটি দায়ের করেন। মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরা ২/৩শ’ নারী পুরুষকে আসামি করা হয়। মামলা হওয়ার পর এলাকায় পুরুষ শুন্য হয়ে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে নিশ্চিত হয়ে যারা এ সংঘর্ষের ঘটনার সাথে জড়িত তাদেরক চিহ্নিত করে মামলায় আসামী করা হয়েছে।
মামলায় অজ্ঞাত আসামীদের বিষয়ে তিনি বলেন, তাৎক্ষনিকভাবে অনেকের নাম ঠিকানা জানা যায়নি এবং অনেককে চিহ্নিত করা সম্ভবও হয়নি তাদের বিষয়ে খাঁজ খবর নিয়ে এ ঘটনার সাথে জড়িত থাকার তথ্য প্রমান পেলে মামলায় সংযুক্ত করা হবে। তবে এ ঘটনায় কােন সাধারণ মানুষ ও নিরীহ কাউকে জড়ানাে হবেনা। এখন পর্যন্ত এ মামলায় কােন আসামিকে গ্রেপ্তার করা হয় নাই তবে অভিযান চলছে, অপরাধীদের অচীরেই গ্রেফতার করা হবে।