বিভিন্ন কর্মসূচিতে সরকারবিরোধী ঝাঁঝালো বক্তব্য দিয়ে সরকার দলীয়দের তোপের মুখে ছিলেন ছাত্রদল সভাপতি শাহেদ আহমেদ।
এছাড়াও বিভিন্ন সময়ই আলচনা সমালোচনায় ছিল শাহেদ। গত বুধবার রাতে ছাত্রদল সভাপতি সাহেদের খানপুর বাসায় হামলা চালায় ছাত্রলীগ বাহিনী।
জানা যায়, ছাত্রলীগের প্রায় শতাধিক নেতা কর্মীরা সন্ধ্যা থেকেই মহরা দিচ্ছিলেন শহরের খানপুর এলাকায়। প্রথমে সাহেদ খানপুরের যে দোকানে আড্ডা দিতেন সেই দোকান ভাঙচুর করে।
পরে সাহেদদের বাড়িতে হামলা চালায়। আর এই হামলার পিছনে সরাসরি আলাআমিন বাহিনী জরিত রয়েছে বলে অভিযোগ উঠেছে।