অনলাইন ডেস্ক : গমসহ একাধিক খাদ্যশস্য রপ্তানি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন। বুধবার দেশটির সংসদে এই মর্মে একটি আইন পাস করা হয়।
ইউক্রেন থেকে রফতানি নিষেধ থাকা পণ্যগুলো হচ্ছে, গম, যব, জোয়ার, বাজরা, চিনি, লবন, জীবিত গবাদি পশু, পশুর গোশত ও তার থেকে পাওয়া অন্য পণ্য। ইউক্রেনের কৃষি ও খাদ্য নীতি বিষয়ক মন্ত্রী রোমান লেসশেঙ্কো জানিয়েছেন, ‘ইউক্রেনে মানবিক সংকট এড়াতে’ এবং ‘প্রয়োজনীয় খাদ্যপণ্যের মাধ্যমে জনগণের প্রয়োজন মেটাতে’ এই পদক্ষেপ নেয়া হয়েছে।
ইউক্রেন ইউরোপে বৃহত্তম কৃষিপণ্যের সরবরাহকারী দেশ। ইউক্রেন ও রাশিয়া মিলে বিশ্বের মোট গম উৎপাদনের ৩০ ভাগ সম্পূর্ণ করে।