সৌদি থেকে,খলিল চৌধুরী-
“প্রবাসীদের কল্যাণে আমরা” এ স্লোগানে ২০১৮ সালে গঠিত লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদি আরবের চলিত বছর ২০২২ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মক্কা নগরীর কাকিয়ায় একটি হোটেলের হল রুমে লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদি আরবের সম্মেলন বাস্তবায়ন (এডহক) কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সামাদ আজাদের সভাপতিত্বে সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক খলিল চৌধুরীর সঞ্চলনায় শুরুতে কোরাআন তেলওয়াত করেন সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন রেজা।এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব উপদেষ্টা আলহাজ্ব আবুল কালাম আজাদ।
আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন লোহাগাড়া প্রবাসী সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ কুতুব উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদি আরব সম্মেলন বাস্তবায়ন এডহক কমিটির সমন্বয়ক মোসেলেম উদ্দিন মোসেলেম, সমন্বয়ক আবদুস সালাম কোম্পানি, সমন্বয়ক মোজাম্মেল হক, সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এনামুল হক এনাম, মুরিদুল আলম চৌধুরী, কাজী মিছবাহ উদ্দিন রাসেল, মুহাম্মদ সাহাবউদ্দিন, শাহ মুহাম্মদ সেলিম, ফোরকান আহমদ, আবদুর রহিম, ইন্জিনিয়া মুহাম্মদ আইয়ুব, মুফিজুর রহমান মফিজ ও আবদুল আজিজ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদি আরবের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ জানে আলম, সহ-সভাপতি রাশেদুল আমিন চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক মুহাম্মদ নুরুল আমিন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন রেজা, সাবেক অর্থ সম্পাদক মুহাম্মদ রাসেল উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ শহিদুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মদ আলমগীর, সাবেক ক্রিড়া সম্পাদক সাজ্জাদ হোসেন ও সাবেক প্রচার সম্পাদক জিয়া উদ্দিন চৌধুরী, প্রবাসী কল্যাণ সম্পাদক আবদুস ছবুর বিন মনির, কার্যনির্বাহী সদস্য এস.এম আবু তাহের, মুহাম্মদ ইকবাল ও মুহাম্মদ কামাল উদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ২০২২ সেশনের জন্য নবনির্বাচিত নতুন কার্যকারী কমিটির সভাপতি মুহাম্মদ লোকমান হাকিম ও সাধারণ সম্পাদক তারেক আজিজ চৌধুরী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল আজিজ, সালাউদ্দিন সোহেল, হাজ্বী আবদুর রশিদ, মাওলানা জহির উদ্দিন ও জাহেদুল ইসলাম ফরহাদ প্রমুখ।
এছাড়াও লোহাগাড়া উপজেলার নয় ইউনিয়নের সৌদি আরবে অবস্থানরত বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
শেষে সকল প্রবাসীদের র্দীঘু ও সুস্থতা কামনা করে দেশও জাতির কল্যাণে মোনাজাত করেন মুহাম্মদ লোকমান হাকিম।