সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র্যাব-১১’র আড়াইহাজারে অভিযানে ১৮’কেজী গাঁজাসহ ২’মাদক ব্যবসায়ী গ্রেফতার। গতকাল বুধবার সকালে জেলার আড়াইহাজার থানার সরকারী সফর আলী কলেজ এলাকায় এ অভিযান চালানো হয়। গতকাল বুধবার ধৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের পূর্বক হস্থান্তর করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১’র একটি আভিযানিক দল জেলার আড়াইহাজার থানার সরকারী সফর আলী কলেজ এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া থানার দুলালপুর গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে মামুন(২৭) ও একই থানার মালকী পাড়া গ্রামের মোঃ আলীর ছেলে সোহেল রানা(২৮)কে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে ১৮’কেজী গাঁজা উদ্ধার করা হয়। গতকাল বুধবার ধৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের পূর্বক হস্থান্তর করে।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ মামুন কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া থানাধীন দুলালপুর এলাকার মোঃ জাকির হোসেন এর ছেলে এবং ২নং আসামী সোহেল রানা একই থানাধীন মালকী পাড়া এলাকার মোঃ আলী এর ছেলে। তারা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজশে বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম ::
অভিযান ১৮’কেজী গাঁজাসহ গ্রেফতার-২
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- ৬৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ