ডিজিটাল নিরাপত্তা আইনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা . সেলিনা হায়াৎ আইভীর ভাই আলী রেজা রিপনের করা মামলায় নারায়ণগঞ্জ বার্তা’র সম্পাদক , আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক সংবাদচর্চার রিপোর্টার সৈয়দ সিফাত আল রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
শনিবার ( ২০ নভেম্বর ) মধ্যরাত ২ টার দিকে নিজ বাসা থেকে লিংকনকে গ্রেপ্তার করা হয় । সকালে পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছেন ।
এইদিকে গ্রেপ্তারের পূর্বে সৈয়দ সিফাত আল রহমান লিংকন শনিবার ২০ নভেম্বর রাত ২ টা ৫ মিনিটে তার নিজস্ব ফেইসবুক পোস্টে লিখেন , এই মুহুর্তে আমাকে পুলিশ এসে নিয়ে যাচ্ছে , মেয়র আইভীর ভাইয়ের করা আইসিটি মামলার জন্য , দয়া করে আমার সহকর্মী , সকলের সহযোগীতা চাই ।
এদিকে , রাতের আঁধারে সৈয়দ সিফাত আল রহমান লিংকনকে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা । একই সাথে মেয়র ডা . সেলিনা হায়াৎ আইভীর ভাই আলী রেজা রিপনের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে।