আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাত দলের নিক্ষিপ্ত ককটেলের আঘাতে ১ ব্যাক্তি এবং অপর ব্যাক্তি দায়ের কোপে গুরুতর আহত হয়েছে। ডাকাত দল নগদ টাকা স্বর্ণালংকার ও দামী মোবাইল ফোন নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে রোববার ( ৩১ অক্টোবর) দিবাগত রাত অনুমান ২টায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের সুলপান্দী এবং ডহর মারুয়াদী গ্রামে।
গৃহকর্তা সুলপান্দী গ্রামের হাজী আলাউদ্দীন জানান, তিনি স্বপরিবারে ঢাকায় বসবাস করেন। ঘটনার সময় তার বাড়ীর ক্যাচি গেইটের তালা কেটে এবং পাকা ভবনের দরজা ভেঙ্গে এক দল সশস্ত্র ডাকাত ভিতরে প্রবেশ করে তার ছোট ভাই হাজী দীন মোহাম্মদসহ তার পরিবারের লোকজনদেরকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে দেড় ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার লুটে নিয়ে চলে যায়। যাওয়ার সময় দীন মোহাম্মদের চাচাতো ভাই আমজাদ ( ২৬) কে কুপিয়ে আহত করে। ডাকাত দল চলে যাওয়ার সময় মুহুর্মুহু ককটেল বিষ্ফোরণ ঘটালে ককটেলের আঘাতে ওই গ্রামের ইছবের ছেলে জয়নাল (২৬) আহত হয়।
এ সময় ডাকাত বলে চিৎকার চেচামেচি করায় ওই গ্রামের মিন্নত আলী এবং তার ভাই আমজাদ (২৭) ডাকাত দলের সামনে পড়লে ডাকাত দল তাদেরকেও অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ঘরেও ডাকাতির ঘটনা ঘটায়।
এ সময় ডাকাত দল মিন্নতআলীর ঘর থেকে নগদ ১ লাখ ২২ হাজার টাকা, দেড় ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। পরে তার ভাই আমজাদের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ১২ হাজার টাকা, ৮ আনা ওজনের স্বর্ণালংকার ও দুটি মোবাইল সেট নিয়ে যায়। যাওয়ার সময় ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে ডাকাত দল পালিয়ে যায়। রাত ৩টার দিকে একই ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের আবুল কাশেমের ছেলে হাবিবুল্লাহর টিনসেট ভবনের ক্যাচি গেইটের তালা ভেঙ্গে ও শয়ণকক্ষের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারের লোকজনদেরেকে অস্ত্রের মুখে জি্িম্ম করে এবং হাত পা বেঁধে নগদ ২৫ হাজার টাকা, দেড় ভরি ওজনের স্বর্ণালংকার ও দুটি এন্ড্রয়েড মোবাইল সেট নিয়ে যায়। এক রাতে চার বাড়ীতে ডাকাতির ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন জানান, আলাউদ্দীনের বাড়ীর ডাকাতির ঘটনায় পুলিশ তদন্ত করছে। অন্য ঘটনা গুলোর সম্পর্কে কোন অভিযোগ পাওয়া যায়নি। ডাকাত গ্রেফতার ও মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।